পূবালী ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিকসের মধ্যে এমওইউ সই

সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেড ও বেস্ট ইলেকট্রনিকস লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পূবালী ব্যাংকের হেড অব কার্ডস ও জিএম অসীম কুমার রায় এবং বেস্ট ইলেকট্রনিকসের জিএম ও হেড অব ফাইন্যান্স মোহাম্মদ জাকির হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও শফিউল আলম খান চৌধুরী, এএমডি ও সিওও মোহাম্মদ আলী, প্রিন্সিপাল শাখার জিএম মোহাম্মদ আনিসুজ্জামান এবং বেস্ট ইলেকট্রনিকসের এমডি সৈয়দ আসাদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।
উক্ত চুক্তির আওতায় পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারা বেস্ট ইলেকট্রনিকসে কেনাকাটায় সর্বোচ্চ ১২ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধা ভোগ করবেন।