অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ভার্চুয়ালি ৮২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংকের পুজিবাজার সংশ্লিষ্ট সাবসিডিয়ারী কোম্পানি অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের ৮২তম পর্ষদ সভা গতকাল মঙ্গলবার ১২ অক্টোবর জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখতের সভাপতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সিং সভায় সংযুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের পরিচালক মফিজ উদ্দিন আহমেদ, উপ-সচিব মো. জেহাদ উদ্দিন, অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক লাবলু, এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, নাসির উদ্দিন আহম্মেদ এফসিএমএ, অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর সিইও অরুন্ধতী মন্ডল ও কোম্পানি সচিব মো. তারিকুল ইসলাম।
সভায় পুঁজিবাজারে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক কর্মকান্ড বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিচালনা পর্ষদ কর্তৃক অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।