চা বোর্ডের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল মেজবাহ উদ্দিন

মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
সেনা বাহিনীর এই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এজন্য তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে রোববার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়।
অপর আদেশে ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চোধুরীকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।