শিরোনাম

South east bank ad

সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদের দাফন সম্পন্ন

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদের দাফন সম্পন্ন


চট্টগ্রাম: বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লে. জেনারেল (অব.) এম. হারুন-অর-রশীদের (বীর প্রতীক) নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।  

সোমবার (৪ আগস্ট) রাত ১০টায় হাটহাজারী উপজেলা ধলই ইউনিয়নের কাটিরহাট হাধুরখীল মাদরাসা মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবা ডা. মাহামুদুল হকের কবরের পাশে তাকে দাফন করা হয়।

রাতে জানাজা হলেও তাঁর জানাজায় এলাকায় মানুষের ঢল নামে। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রাম ক্লাবে আদালতে মামলা সংক্রান্ত কাজে কর্মসুচি থাকায় সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার বডিগার্ড ডাকতে গেলে কোনো সাড়া শদ্ব না পেয়ে বিকল্প উপায়ে রুম খোলা হয়। সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাঁর শরীর পরীক্ষা করেন। পরে মরদেহ সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকালে সামরিক কায়দায় তাকে শ্রদ্বা নিবেদনের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দা ও ধলই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আজম উদ্দীন শরীফ বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। রাত সোয়া দশটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: