কুমিল্লায় সেনা অভিযানে বিপুল মাদকসহ আটক ১

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় এক প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) মধ্যরাতে এ অভিযান চালানো হয়। অভিযানে মো. রাশিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তার সঙ্গী রফিকুল ইসলাম পালিয়ে যায়। আটক রাশিদ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এলাকার বাসিন্দা।
শনিবার (১৯ জুলাই) সকালে সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে একটি নীল রঙের প্রাইভেট কার থেকে ৫০ কেজি গাঁজা, ২৯০ পিস ইয়াবা, ৮০ বোতল ফেনসিডিল, ৫৯ ক্যান বিয়ার, দুই বোতল বিদেশি মদ, নগদ ১ লাখ ৭৩ হাজার ৫৩০ টাকা ও দুটি পাসপোর্ট জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য, নগদ অর্থ ও আটক রাশিদকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
.