যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধি দলের বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন

গত ১৩ মে ২০২৫, যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ (আরসিডিএস) এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করে। সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসসি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি আরসিডিএস এর হেড অব ডিপার্টমেন্ট পল ও'নেইল এবং যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাটাশে এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময় এর পাশাপাশি দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক আলোচিত হয়। অতঃপর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি সদর দপ্তরের অডিটরিয়ামে প্রতিনিধি দলের সদস্যবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, এ সময় সদর দপ্তর এর উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।