বাফওয়া সভানেত্রীর বিমান বাহিনীর বার্ষিক মহড়া "আকাশ বিজয়- ২০২৫" এ অংশগ্রহণকারী সদস্যবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ

গত ২৮ এপ্রিল ২০২৫, সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর সম্মানিত সভানেত্রী সালেহা খান বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া " আকাশ বিজয় - ২০২৫" এ সরাসরি অংশগ্রহণকারী সদস্যদের মনোবল বৃদ্ধি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ এবং বাফওয়ার পক্ষ হতে ঢাকা এলাকায় স্বহস্তে মিষ্টি বিতরণ করেন। এ সময় তিনি এয়ার কমান্ড অপারেশন সেন্টার (ACOC), অপস উইং বি বা ঘাঁটি বাশার, এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার (ADOC), এ ডি এ (ADA) হাট এবং অপস উইং বি বা ঘাঁটি এ কে খন্দকার এ গমন করেন। এ সময় তিনি বিভিন্ন প্রকার বিমানের মহড়া এবং অন্যান্য অপারেশনাল ও মেইনটেন্যান্স কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে বাফওয়ার সহ সভানেত্রী বৃন্দ, কেন্দ্রীয় বাফওয়ার সকল সদস্য, আঞ্চলিক সভানেত্রীদ্বয় সহ বিমান বাহিনীর ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে মহড়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর সকল প্রধান ঘাঁটি, স্টেশন এবং ইউনিট সমূহ এ একযোগে এই মহড়া চলমান রয়েছে।