নৌ পরিবহন অধিদপ্তরের নতুন মহাপরিচালক কমডোর শফিউল বারী

নৌ পরিবহন অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন কমডোর মো. শফিউল বারী। বর্তমান মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলমের স্থলাভিষিক্ত হবেন তিনি।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমডোর মোহাম্মদ মাকসুদ আলমকে নৌবাহিনীতে ফেরত নেওয়া হলো। তার জায়গায় দায়িত্ব পালন করবেন কমডোর মো. শফিউল বারী। এই নৌ কর্মকর্তার চাকরি প্রেষণে নৌ পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।