শিরোনাম

South east bank ad

দুদক কমিশনার হিসেবে যোগদান করলেন আছিয়া খাতুন

 প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ১১:১৭ অপরাহ্ন   |   দুদক

দুদক কমিশনার হিসেবে যোগদান করলেন আছিয়া খাতুন
সাবেক সচিব মোছা. আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় গত মাসে। আজ রোববার (২ জুলাই) ওই পদে যোগদান করেন তিনি। 

কমিশনের সম্মেলন কক্ষে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ফুল দিয়ে তাকে স্বাগত জানান। কমিশনের সচিব মো. মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১ জুলাই দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হয়। তার স্থলাভিষিক্ত হলেন মোছা. আছিয়া খাতুন।
BBS cable ad