South east bank ad

শিল্পকলার সাবেক ডিজি লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন   |   দুদক

শিল্পকলার সাবেক ডিজি লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সাবেক মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (২০ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

এ দিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষগ্রহণ, নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে চার সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমের কার্যক্রম চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন, বিশ্বস্ত সূত্রে এমন খবর জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত বিদেশ গমনে নিষেধাজ্ঞার এ আদেশ দেন। 
BBS cable ad