বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের ফাঁসি, সাক্ষ্য দিলেন মা-বাবাও
গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাই শহিদুল ইসলামকে হত্যা করার দায়ে ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলায় মোট ২০ জন সাক্ষী উপস্থাপন করা হয়, যার মধ্যে শহিদুলের মা-বাবাও সাক্ষ্য দেন।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আরিফ বিল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর পারিবারিক কলহের কারণে ভাত খাওয়ার সময় আরিফ বিল্লাহ ও তার মা হামিদা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ রাইস কুকারে লাথি মারলে কুকারের ওপরের অংশ ভেঙে যায়। এ ঘটনা জানতে চাইলে আরিফ ক্ষুব্ধ হয়ে বারান্দায় রাখা ইউক্যালিপটাস গাছের কাঠ দিয়ে বড় ভাই শহিদুলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন শহিদুল। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর পর ২০২১ সালের ২০ নভেম্বর শহিদুলের স্ত্রী তাসফুরা আক্তার সাদুল্লাপুর থানায় আরিফ বিল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ২০ জন সাক্ষী উপস্থাপন করা হয়, যার মধ্যে শহিদুলের মা-বাবাও সাক্ষ্য দেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।