কাবাডিকে আমরা বৈশ্বিক পর্যায়ে নিতে চান র্যাবের ডিজি

গত বছর বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর দায়িত্ব বুঝে নেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
র্যাবের মহাপরিচালক (ডিজি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কাবাডিকে খেলাকে আমরা বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাব। আমরা চেষ্টা করব এই কাবাডিকে পেশাদার খেলা হিসেবে যেন এগিয়ে নিয়ে যেতে পারি।’
দায়িত্ব পেয়ে মঙ্গলবার পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। নির্বাহী কমিটির বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। করোনা প্রাদুর্ভাবের মধ্যে দেশের কাবাডি খেলোয়াড়দের নিজেদের মতো করে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধকরেন তিনি।
দেশের কাবাডির মানোন্নয়নে ফেডারেশনের উদ্যোগে স্বল্প সময়ের মধ্যে নতুন কোচেস কোর্স ও নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে। আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা। আমরা চাই দেশের সব জেলায় কাবাডি নতুন করে জেগে উঠবে। সে লক্ষ্যে আমরা ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাব। প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
তবে শুধু ফেডারেশনের উদ্যোগেই সর্বোচ্চ সফলতা পাওয়া যাবে না, সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি, দেশের কাবাডিকে এগিয়ে নিতে সবাই আমাদের পাশে থাকবেন।’