South east bank ad

ইউএনএইচসিআর’র মালামাল নিয়ে 'বানৌজা টুনা' ও 'বানৌজা তিমি'র আগমন ভাসানচরে

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১১:৫৫ অপরাহ্ন   |   নৌবাহিনী

ইউএনএইচসিআর’র মালামাল নিয়ে 'বানৌজা টুনা' ও 'বানৌজা তিমি'র আগমন ভাসানচরে
বিডিএফএন লাইভডটকম

আজ বুধবার (১৭ নভেম্বর) নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে ইউএনএইচসিআর এর মালামাল নিয়ে 'বানৌজা টুনা' ও 'বানৌজা তিমি' ভাসানচর গিয়েছে।

বুধবার ১২টার দিকে 'বানৌজা টুনা' ও ১টার দিকে 'বানৌজা তিমি'  ইউএনএইচসিআর কর্তৃক রোহিঙ্গাদের জন্য প্রদত্ত মোট ১৩৭.২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ভাসানচর আগমন করে। উক্ত মালামাল বিডিআরসিএস এর তত্ত্বাবধানে ওয়্যারহাউজে নেওয়া হচ্ছে।  

মোট ১১ ধরণের মালামাল নিম্নরূপঃ স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, হারিকেন, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ, জুট ব্যাগ।
BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: