বাংলাদেশ নৌবাহিনী বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
‘বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্ট-২০২১’ প্রতিযোগিতায় বিকেএসপিকে ৬৩-৩৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল রোববার ২৬ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ ঢাকার ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায়
‘এ’ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনী, ধুমকেতু ক্লাব, যোশেফাইটস ক্লাব ও বিকেএসপি এবং ‘বি’ গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে। সমাপনী দিবসে সামরিক অসামরিক কর্মকর্তা ও বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।