বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী
সদরঘাট এলাকার লালকুঠি ঘাট সংলগ্ন পন্টুন থেকে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরী দল। উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম মিন্টু হোসেন (২৭)। তার বাড়ি ঢাকার বংশাল এলাকায়। মৃতদেহটি স্থানীয় কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ আগষ্ট২০২১ তারিখ রাত ১১ টায় সদরঘাট এলাকার লালকুঠি ঘাট সংলগ্ন পন্টুনে হাটার সময় বেসামরিক তিন ব্যক্তি বুড়িগঙ্গা নদীতে পড়ে যায়।এসময় স্থানীয়দের সহযোগিতায় দুই জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ ছিল। পরবর্তীতে খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির উদ্ধারে নৌ ইউনিট পাগলা নারায়ণগঞ্জ থেকে৭সদস্যের নৌবাহিনীর একটি ডুবুরী দল রাত ১ টায় ঘটনাস্থলে পৌছে লালকুঠি ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে উদ্ধার তৎপরতা চালায়। আজ রাত ৩ টায় উক্ত ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরী দল।