South east bank ad

লকডাউন বাস্তবায়নে দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় তৎপর নৌবাহিনী

 প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৯:২২ অপরাহ্ন   |   নৌবাহিনী

লকডাউন বাস্তবায়নে দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় তৎপর নৌবাহিনী
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকুলীয় এলাকায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর নজর দারি অব্যাহত রেখেছে নৌবাহিনী। এসকল এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌসদস্যরা জরুরী প্রয়োজন ব্যতীত চলাচল সীমিত করার লক্ষ্যে প্রধান প্রধান সড়ক ও বাজারে সচেতনতামূলক মাইকিং, মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রমে অসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে।

ইতিমধ্যে চট্টগ্রাম নৌঅঞ্চল হতে ৬টি কন্টিনজেন্ট ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে। অন্যদিকে খুলনা নৌঅঞ্চল হতে ২টি কন্টিনজেন্ট মোংলা বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলায় কাজ করছে। ‘In Aid to Civil Power’ এর আওতায় সরকারের নির্দেশনায় নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।
BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: