চট্টগ্রামে দুঃস্থ মানুষের মাঝে নৌবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
করোনা মোকাবেলায় দেশব্যাপী দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা দিয়ে আসছে নৌবাহিনী। রবিবার চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের ব্যবস্থাপনায় বানৌজা ভাটিয়ারীর তত্ত্বাবধানে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব খাদেম পাড়া, পশ্চিম খাদেম পাড়া, জাহানাবাদ, হাসনাবাদ, পূর্ব হাসনাবাদ এলাকার ৫০০ জন গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, আটাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
এছাড়া চট্টগ্রাম নগরীর বন্দরটিলা, খেজুরতলা, ইপিজেড এলাকায় ২০০ পরিবারের মাঝে অনুরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।