সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা বিআইআইএসএসের পরিচালক কর্নেল শাহরিয়ার জাবেদ চৌধুরীকে নিজ বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির চিফ ইঞ্জিনিয়ার কর্নেল মো. নাসির উদ্দিনকে নিজ বাহিনী ফেরত নেওয়া হয়েছে।