মেহেরপুর যৌথবাহিনীর অভিযান, দেড়লাখ টাকা জরিমানা
বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে লাইসেন্সবিহীন দুটি মোটরসাইকেল জব্দ ও ১২টি মোটরসাইকেলের চালককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
আইন না মেনে সড়কে চলাচল করার অপরাধে অর্ধশতাধিক মোটরসাইকেল মালিকের নামে সড়ক আইনের বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী বিভিন্ন যানবাহনে কাগজপত্র তল্লাশি করে। অভিযানে প্রায় ১২টি গাড়ির মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও সেনাবাহিনীর নেতৃত্বে মেহেরপুরে এ অভিযান অব্যাহত থাকবে।
ট্রাফিক অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর ও ট্রাফিক পুলিশের টিম অভিযানে অংশ নেন।
অপরদিকে, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃতে পুলিশের একটি টিম রাস্তায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক, সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট পরিধান ও বৈধ কাগজপত্র সঙ্গে রেখে মোটরসাইকেল চালানোর জন্য আহ্বান জানান।
এছাড়াও বিকেল ৫টার সময় কলেজ মোড়ে ৪০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ড্রাইভিং লাইসেন্স হেলমেট ও রেজিস্ট্রেশন বিহীন চালকদের ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট এক লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।