South east bank ad

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে অস্ত্রসহ মাদকব্যবসায়ী আটক

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে অস্ত্রসহ মাদকব্যবসায়ী আটক
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (০৫-১১-২০২৪) ভোলা জেলার মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে ভোলা জেলার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী হাকিম মাহমুদ’কে অনুসরণ করে তাকে ভোলা সংলগ্ন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন আলিমাবাদ ইউনিয়ন সড়ক থেকে আটক করা হয়। পরবর্তীতে আটকৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গা হতে গাজা, দেশীয় বন্দুক (পাইপ গান), ককটেল, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র ও ০৩ টি মোবাইল সেট জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ও চোরাচালানের সাথে জড়িত। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: