শিরোনাম

South east bank ad

পটুয়াখালীর সেই পিপি রুহুলের নিয়োগ বাতিল

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

পটুয়াখালীর সেই পিপি রুহুলের নিয়োগ বাতিল

পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রুহুল আমিন সিকদারের নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

র‌বিবার (২৪ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ২০২৪ সালের ১৩ নভেম্বর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

জানা যায়, গত বুধবার (২০ আগস্ট) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) নীলুফার শিরিন পিপি রুহুল আমিনের বিরুদ্ধে ‘ঘুষ প্রস্তাবের’ অভিযোগ আনেন।
অভিযোগ ওঠার পর জেলা আইনজীবী সমিতি তার সদস্যপদ সাময়িক স্থগিত করে। বিচারককে ঘুষ প্রস্তাবের অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় গত শনিবার (২৩ আগস্ট) কাউন্সিল থেকে তার আইনজীবী সনদ স্থগিত করা হয়।

লিখিত অভিযোগে বিচারক নীলুফার শিরিন জানান, গত বুধবার সকাল ৯টার দিকে তার বাসার গৃহকর্মীর কাছে একটি লাল ব্যাগ দিয়ে যান সরকারি কৌঁসুলি রুহুল আমিনের একজন লোক। ওই ব্যক্তি ব্যাগটি তাকে (বিচারক) দিতে বলে যান।
ব্যাগটি খোলার পর ভেতরে দুটি খাকি রংয়ের খাম পাওয়া যায়। একটিতে একটি মামলার যাবতীয় কাগজপত্র, অন্য খামে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল। তিনি টাকা গুণে দেখেননি। তবে অনুমানের ভিত্তিতে বোঝা যায়, এতে ৫০ হাজার টাকা আছে।

BBS cable ad