শিরোনাম

South east bank ad

সরকারি কর্মকর্তাদের সামনে ৩ স্তরের পদোন্নতি

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

সরকারি কর্মকর্তাদের সামনে ৩ স্তরের পদোন্নতি

প্রশাসনে আবার তিন স্তরের পদোন্নতির তোড়জোড় শুরু হয়েছে। চলতি মাসের মাঝামাঝিতে বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি হবে। সেপ্টেম্বরে খুলতে পারে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির দ্বার। এই পদে নিয়মিত ব্যাচ হিসেবে ২০তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হচ্ছে।

এর পরই বিসিএস ২৪তম ব্যাচের ‘পদোন্নতিবঞ্চিত’ ১৮২ জন কর্মকর্তার অনেককে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। এরই মধ্যে পদোন্নতিযোগ্য আট শর বেশি কর্মকর্তার চাকরিজীবনের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই ও বিশ্লেষণ করেছে সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)।

আগামীকাল শনিবারও উপসচিব পদের পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বৈঠকে বসবে এসএসবি। বৈঠকে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের সব নথি, প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলা, দুর্নীতিসহ সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হবে।

এরপর আরেকবার বৈঠকের পর পদোন্নতিযোগ্য কর্মকর্তার তালিকা চূড়ান্ত করে অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। সেখানকার সম্মতি সাপেক্ষে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ‘প্রশাসনের তিন স্তরের পদোন্নতির কাজ চলছে। চলতি মাসের মাঝের দিকে উপসচিব এবং সেপ্টেম্বরের মধ্যে অতিরিক্ত ও যুগ্ম সচিবের পদোন্নতি দেওয়ার টার্গেট রয়েছে।

BBS cable ad