শিরোনাম

South east bank ad

সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পেলেন সিইসি

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পেলেন সিইসি

রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো চিঠি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন আয়োজন নিয়ে চিঠির বিষয়ে আলোচনার জন্য শিগগিরই কমিশন বৈঠকে বসবে।

গত বুধবার (৬ আগস্ট) রাতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।

রাতে নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এক পত্রে এ নির্দেশনা পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।


পত্রে বলা হয়েছে, নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে।

এর আগে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সময়সীমা এবং নির্বাচন কমিশনকে চিঠি দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

BBS cable ad