শিক্ষা মন্ত্রণালয়ের দুই উপসচিবকে স্ট্যান্ড রিলিজ

দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত দুই উপসচিবকে স্ট্যান্ড রিলিজ করেছে সরকার। বদলি ঠেকানোর পূর্ববর্তী নজির থাকার কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বদলিকৃত দুই কর্মকর্তা হলেন— শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. শাম্মী আক্তার (পরিচিতি নম্বর ১৬২২৪) এবং মোছা. রেবেকা সুলতানা (পরিচিতি নম্বর ১৬৬৯১)। মোছা. শাম্মী আক্তারকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এবং মোছা. রেবেকা সুলতানাকে নৌপরিবহণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই দুই কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৫ জুলাই দুপুর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, বদলি ঠেকাতে এই কর্মকর্তাদের পূর্ববর্তী প্রচেষ্টার কারণেই তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।