‘কেউ না খেয়ে মারা গেছেন প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব’

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশের কেউ না খেয়ে মারা গেছেন এটি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। শনিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের সময় তিনি এ কথা বলেন।
ড. আবদুর রাজ্জাক বলেন, দেশের কিছু মিডিয়া প্রমাণ করতে চায় বাংলাদেশের অবস্থা খুব গরিব। দেশের মানুষের শান্তি নেই। পাকিস্তানের লেজুরবৃত্তিকারী জামায়াত-বিএনপি নেতাদের সঙ্গে সুর মিলিয়ে তারা বোঝাতে চায়, বাংলাদেশ করে লাভ হয়নি, পাকিস্তানই ভালো ছিল। তারা মনবতা ও বাংলাদেশের শত্রু।
কৃষিমন্ত্রী বলেন, ইভিএম ব্যবস্থা তুলে নেওয়ার পরও বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায়। কিন্তু আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনে হারলেও তা মেনে নেবে।