South east bank ad

ড. মোমেনকে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন   |   মন্ত্রী

ড. মোমেনকে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
 গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস এস ডেন্ডিয়াস বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

স্বাধীনতা দিবস উপলক্ষে সম্প্রতি ড. মোমেনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

নিকোস এস ডেন্ডিয়াস সর্বশেষ ২০১৯ সালে এথেন্সে অনুষ্ঠিত তাদের ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করে বলেন, ওই বৈঠক দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অনেক গতিসঞ্চারক হিসেবে কাজ করেছে। 

দু’দেশের পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময় বৃদ্ধি করতে রাজনৈতিক পরামর্শ ও সংলাপের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে তিনি শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: