South east bank ad

বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম: কৃষিমন্ত্রী

 প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১১:৪৭ অপরাহ্ন   |   মন্ত্রী

বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম: কৃষিমন্ত্রী
বিডিএফএন লাইভ.কম

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। 

নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, মানবতাকে ভালোবেসে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম।

শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ধনবাড়ী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী বলেন, তোমরা বড় হয়ে বঙ্গবন্ধুর জীবনী পড়বে, বঙ্গবন্ধুর আদর্শ নিজেদের জীবনে ধারণ করবে এবং বাস্তবে রূপ দেবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার দায়িত্ব তোমাদের।

ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এ দেশটি স্বাধীন করেছিলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সরকার মো. কায়সার, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, পৌরসভার মেয়র মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামছুল হুদা প্রমুখ।

BBS cable ad