South east bank ad

খুলনায় সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:১২ অপরাহ্ন   |   মন্ত্রী

খুলনায় সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান
খুলনায় গতকাল শুক্রবার ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তাহবিল থেকে সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব কুদ্দুস আফ্রাদ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
চেক বিতরণ অনুষ্ঠানের আগে মন্ত্রী বাংলাদেশ বেতার, খুলনা পরিদর্শন করেন এবং বেতার প্রাঙ্গণস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। গত বৃহস্পতিবার রাতে মন্ত্রী খুলনা সফরে আসলে জেলা প্রশাসক তাকে সার্কিট হাউজে  ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

BBS cable ad