South east bank ad

কাশফুলের শুভ্রতা ও সাদা মেঘের ভেলা শরতের আগমনের জানান দেয়

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩১ অপরাহ্ন   |   মন্ত্রী

কাশফুলের শুভ্রতা ও সাদা মেঘের ভেলা শরতের আগমনের জানান দেয়
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বর্ষার পর প্রকৃতিতে একটি শান্ত-স্নিগ্ধ রূপ আবির্ভূত হয়। নদীর দু'পাড়ে বিস্তীর্ণ দিগন্তে শুভ্র কাশফুলের দোলা, গাঢ় নীল আকাশে সাদা মেঘের ভেলা, ঘরের আঙ্গিনায় শিউলী ফুলের ঝরে পড়া, খালি পায়ে শিশিরে সিক্ত হওয়া- এসব আমাদের শরতের আগমনের জানান দেয়। 

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউজ উন্মুক্ত মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত 'শরৎ উৎসব-১৪২৮' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মূলত চারটি ঋতু অনুভূত হলেও বাংলাদেশ এক্ষেত্রে ব্যতিক্রম যেখানে ছয়টি ঋতু দেখা যায়। যদিও জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে আমাদের এ ষড়ঋতুর বাংলাদেশে অতীতের ন্যায় ছয়টি ঋতু স্পষ্টভাবে এখন আর দৃশ্যমান হয় না। তিনি বলেন, ঋতু বৈচিত্র্যের এ বাংলাদেশের মানুষের উৎসব প্রিয়তার কারণে এখানকার সংস্কৃতিতে নানা সময় নানা উপাদান যুক্ত হয়েছে। যার মধ্যে অন্যতম হলো এসব ঋতুভিত্তিক উৎসব।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. নিগার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। 
BBS cable ad