স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা প্রয়োজন: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, উন্নয়নের স্বার্থে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা প্রয়োজন। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর ২০২১) রাজধানীর শেরেবাংলা নগর, আগারগাঁওস্থ পরিকল্পনা প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে এক মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ করে বলেন, আপনারা সব সময় শুধু সরকারের খরচ বাড়ানোর অনুরোধ করেন কিন্তু খরচ কমানোর ব্যাপারে কোনো চেষ্টা নাই। আমার অনুরোধ এখন থেকে কিভাবে সরকারের খরচ আরো কমানো যায় সেদিকে খেয়াল রাখুন।
তিনি বলেন, আপনারা সবাই গ্রামে থাকেন। তাই আপনারা জানের কোথায় কি প্রয়োজন। সেই প্রয়োজন অনুসাবে সরকারের অর্থ ব্যয় করবেন। আর গ্রামের শৃঙ্খলা বজায় রাখতে যা করা প্রয়োজন সেই ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেন।
ড. শামসুল আলম আরো বলেন, আপনারা জনপ্রতিনিধিরা এক হয়ে জনগণের সেবা করে যাবেন। আমাদের অনেক নেতা আছে কিন্তু জনগণের সেবা দেওয়ার ব্যাপারে কাউকেই পাওয়া যায় না সেদিকে আপানারা খেয়াল রাখেবেন।
এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী (বিল্লাল)-এর নেতৃত্বে সমিতির অন্য নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।