South east bank ad

শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন   |   মন্ত্রী

শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন। এটি হবে ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে।

সফরের সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

তিনিই প্রথম সরকার প্রধান যিনি অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানানোর জন্য সফর করছেন, উল্লেখ করেন উপদেষ্টা।

তিনি বলেন, বৈঠকে দুই সরকার প্রধানের আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পাবে।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলা ও আসিয়ান কাঠামোর মধ্যে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ২০২৫ সালে আসিয়ানের মালয়েশিয়ার সভাপতিত্ব ও গুরুত্বপূর্ণ সমস্যাগুলোতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা নিয়েও আলোচনা হবে।

এ সফর বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার অংশীদারিত্বকে আরো জোরদার করবে এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছালে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হবে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: