‘দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রিত্ব একটা স্বীকৃতি’-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নবনির্বাচিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রিত্ব একটা স্বীকৃতি। এটা নিঃসন্দেহে আনন্দের বিষয়। এতে আমার আরও বেশি দায়িত্ব, কর্তব্য বাড়ল। আমার জীবন উৎসর্গ করলেও এই ঋণ শোধ করতে পারব না।’
মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি এসব মন্তব্য করেন।
সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন জানিয়ে আবদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার বড় চ্যালেঞ্জ।’
মন্ত্রিসভার চ্যালেঞ্জ কী হবে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, ‘মন্ত্রিসভার চ্যালেঞ্জ হবে আমাদের ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করা। বৈশ্বিক চ্যালেঞ্জের ক্ষেত্রে আমাদের যে পররাষ্ট্রনীতি ‘কারও সঙ্গে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব’ এই নীতি আমরা অবলম্বন করে যাব।’
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। দেশের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের জোটসঙ্গীরা নির্বাচনে অংশ নেয়নি। তারা শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।
নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গোলযোগের কারণে একটি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। বাকি ২৯৮টি আসনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ২২২ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। বাকি ৬৫ আসনের মধ্যে ৬২টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন।