ভ্যাটিকানের কূটনৈতিক মিশনে প্রথম বাংলাদেশি ড. ফাদার লিংকু লেনার্ড গোমেজ

ভ্যাটিকান সিটির কূটনৈতিক মিশনে প্রথমবারের মতো একজন বাংলাদেশি নিয়োগ পেয়েছেন। তার নাম ড. ফাদার লিংকু লেনার্ড গোমেজ। পোপের নিয়োগ পেয়ে পানামার অ্যাপোস্টোলিক ন্যানসিচারে দায়িত্ব পালন করবেন।
ড. ফাদার লিংকু লেনার্ড গোমেজ ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের যাজক। তিনি চার্চ নিয়ে পড়তে গিয়েছিলেন ইতালির রোমে। সেখানে এ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। একইসঙ্গে কূটনীতি নিয়েও পড়াশোনা করেছেন তিনি। গত ১ জুলাই পানামার অ্যাপোস্টোলিক ন্যানসিচারে পোপ ফ্রান্সিস তার নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
এ প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ভ্যাটিকানের হয়ে কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করবেন।