বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবিলায় সহায়তা সামগ্রী হস্তান্তর করল জেআইসিএস

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাধ্যমে বাংলাদেশকে ৩ লাখ ৪০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) অনুদান দিয়েছে জাপান। জাপান সরকার ও এশিয়া-ইউরোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সিস্টেম (জেআইসিএস) এসব পিপিই ডব্লিউএইচও বাংলাদেশের কাছে হস্তান্তর করে।
এ সময় উপস্থিত ছিলেন ডব্লিওএইচও বাংলাদেশ প্রতিনিধি ড. বার্ডেন জং রানা, ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
জাপানের দেওয়া এসব পিপিইর মধ্যে রয়েছে ৩০ হাজার আইসোলেশন গাউন, ২ লাখ সার্জিক্যাল মাস্ক, ৮ হাজার পার্টিকুলেট রেস্পিরেটর মাস্ক, ২ হাজার ৫০০ সেফটি গগলস ও ১ লাখ গ্লাভস। এসবের আনুমানিক মূল্য ৫৩ হাজার মার্কিন ডলার।