South east bank ad

হলি আর্টিজান নিহতদের স্মরণে পাঁচ বিদেশি রাষ্ট্রদূত

 প্রকাশ: ০২ জুলাই ২০২১, ০৩:২৭ অপরাহ্ন   |   দূতাবাস

হলি আর্টিজান নিহতদের স্মরণে পাঁচ বিদেশি রাষ্ট্রদূত


গতকাল বৃহস্পতিবার (১ জুলাই)  গুলশানের হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাঁচটি দেশের রাষ্ট্রদূত। হামলার পাঁচ বছর উপলক্ষে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন তারা। ২০১৬ সালের ১ জুলাই রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছিলো। ওই দিন মোট ২২ জন নিহত হন। এদের মধ্যে নয় জন ইতালির নাগরিক, সাত জন জাপানি, দুই জন বাংলাদেশি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি বংশোদূত মার্কিন নাগরিক এবং দুই জন পুলিশ অফিসার।

এ সময় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী, জাপানি রাষ্ট্রদূত নাউকি ইতো, ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াটা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজে তিরিঙ্ক এবং বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা প্রধান আমানুল হক। মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করে যাবে যুক্তরাষ্ট্র সরকার।
BBS cable ad

দূতাবাস এর আরও খবর: