বেনাপোলে প্রায় ৪ কোটি টাকার ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আটক ১

বেনাপোল চেকপোস্ট এলাকার সেতু এন্টারপ্রাইজ থেকে ৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আমিনুল ইসলাম (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৫ মে) দুপুর ১২টার সময় বেনাপোল চেকপোস্ট এলাকার সেতু এন্টারপ্রাইজের অফিস থেকে তাকে আটক করা হয়।
আটক আমিনুল বেনাপোল পৌর এলাকার সাদিপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে।
উদ্ধারকৃত ইন্টারন্যাশনাল কলিং কার্ডের মধ্যে, ১০ ইউএস ডলার মূল্যের ৩০ হাজার ৫৪০ পিস, ৫ ইউএস ডলার মূল্যের ৩ হাজার পিস, ২৫ ইউএস ডলার মূল্যের ৪ হাজর ৭০০ পিস ও ১০ সৌদি রিয়ালের ৪ হাজার ৯০০ পিস ইন্টারন্যাশনাল কলিং কার্ড রয়েছে।
বিজিবি বিকেল সাড়ে ৪টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তির মধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারতে পাচারের উদ্দেশ্য দুই ব্যক্তি বিপুল পরিমাণ ইন্টারন্যাশনাল কলিং কার্ড নিয়ে বেনাপোল চেকপোস্ট এলাকার সেতু এন্টারপ্রাইজের অফিসে অবস্থা করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি কার্টনের মধ্যে থেকে ৩৮ হাজার ২৪০ ইউএস ডলার মূল্যের ও ৪৯ হাজার সৌদি রিয়াল মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ড উদ্ধার করা হয়। এসময় আমিনুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়।
৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মামলা দিয়ে উদ্ধারকৃত কার্ডসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।