জুলাই আন্দোলনে আহত রাতুলকে বিজিবির আর্থিক সহায়তা
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন রাইসুর রহমান রাতুলকে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. ইয়াসির জাহান হোসেন আহত রাতুল ও তার অভিভাবকের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেন।
জানা গেছে, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর রোডে একটি ফুড কোর্টের দোকান দেওয়ার ইচ্ছা পোষণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রাতুল। ফেসবুক পোস্টটি বিজিবি কর্তৃপক্ষের নজরে এলে আহত রাইসুর রহমান রাতুল ও তার অভিভাবককে পিলখানার বিজিবি সদর দফতরে আমন্ত্রণ জানানো হয়।
বিজিবি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ছাত্র-জনতার পাশে থেকে সহযোগিতা প্রদান করেছে। বিজিবির নিজস্ব উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় আন্দোলনে আহত ৪২ জন ছাত্র-জনতাকে বর্ডার গার্ড হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে। গত ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিজিবি সদর দফতরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সাতজন অসহায় ছাত্র-জনতাকে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির পক্ষ থেকে সারাদেশে ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনের প্রতিশ্রুতি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ বিজিবি সদর দফতরে আহত রাতুলকে আর্থিক সহায়তা প্রদান করল বিজিবি।