আইজিপির নাম ব্যবহার করে প্রতারণা : দুইজনকে আটক করল সিআইডি
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদের বিপিএম (বার) নাম ও ছবি ব্যবহার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে, বুয়েট ইঞ্জিনিয়ার ও ডিফেন্স কর্মকর্তা পরিচয়ে প্রতারণার ঘটনায় দুইজনকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় ঢাকা মহানগর দক্ষিণ সিআইডি রাজধানীর ধানমন্ডির জিগাতলা থেকে গত ৫ সেপ্টেম্বর রোববার দুইজনকে আটক করে।
আটক করা দুইজন হলেন প্রতারক চক্রের হোতা আরিফ মাইন উদ্দিন (৪২) ও তার সহযোগী জাফরিন।
পুলিশ জানায়, আটকের সময় দুইজনের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজনই প্রতারণার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন।