South east bank ad

আইজিপি’র নামে হোয়াটসঅ্যাপ-জিমেইল-ফেসবুক খুলে প্রতারণা, ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০২:১৮ অপরাহ্ন   |   সিআইডি

আইজিপি’র নামে হোয়াটসঅ্যাপ-জিমেইল-ফেসবুক খুলে প্রতারণা, ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নামে হোয়াটসঅ্যাপ, জিমেইল ও ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতারক চক্রের মূলহোতা হলেন- আরিফ মাইন উদ্দিন ও তার সহযোগী জাফরিন।

সোমবার (৬ সেপ্টেম্বর) মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি শাখার এআইজি মো. কামরুজ্জামান জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর দক্ষিণ সিআইডি রাজধানীর ধানমন্ডির জিগাতলা থেকে রোববার (৫ সেপ্টেম্বর) দুইজনকে গ্রেফতার করে।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শকের নামে হোয়াটসঅ্যাপ, জিমেইল ও ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতেন।

সিআইডি সূত্রে জানা গেছে, এ বিষয়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে সিআইডি।
BBS cable ad