দুদকের মামলায় আসামীকে ২৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত
বিডিএফএন লাইভ.কম
গ্রাহকদের জমাকৃত ২২,৫০,০০০/- টাকা জাল জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে আত্মসাত করায় বিজ্ঞ স্পেশাল জজ কোর্ট, নােয়াখালীর বিজ্ঞ বিচারক এ.এন.এম মাের্শেদ খান গতকাল সোমবার (২১ মার্চ) দন্ডবিধি ৪০৬ ধারায় ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০,০০,০০০/- টাকা অর্থদন্ড, দন্ডবিধি ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা অর্থদন্ড, দন্ডবিধি ৪৬৭ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা অর্থদন্ড, দন্ডবিধি ৪৭১ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/-টাকা অর্থদন্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরােধ আইনের ৫(২) ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা অর্থদন্ড দন্ডাদেশে প্রদান করেন। সর্বমােট ২৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ২২,০০,০০০/- টাকা অর্থদন্ডের আদেশ দেন।
আসামী নুর মােহাম্মদ বাশার, সাবেক এস.বি.আই এস সুপার ভাইজার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রায়পুর শাখা, লক্ষ্মীপুর, পিতা- সুজা মিয়া, সাং- চর লরেঞ্জ, থানা-কমল নগর, জেলা- লক্ষ্মীপুর।
আসামী নুর মােহাম্মদ বাশার ইসলামী ব্যাংক রায়পুর (লক্ষ্মীপুর), এস.বি.আইএস সুপার ভাইজার হিসাবে কর্মরত থাকাকালীন গ্রাহকদের জমাকৃত ২২,৫০,০০০/- টাকা জাল জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে আত্মসাত করায় উক্ত ব্যাংকের গ্রাহক মিজানুর রহমান ছিদ্দিক বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ কোর্ট, লক্ষ্মীপুরে অত্র মামলা দায়ের করেছিলেন।
রায় ঘোষণার পর আসামীকে নােয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।